“মাতৃত্ব অসাধারণ এক অভিজ্ঞতা”

টারজান: দ্য ওয়ান্ডার কার ছবি দিয়ে বলিউডে পা আয়েশা টাকিয়ার । এরপর অনেক ছবি , তারমধ্যে সুপারহিট ওয়ান্টেড ছবিতে সালমানের বিপরীতে তাঁর অভিনয়ের জন্য তিনি জনপ্রিয় হন। এখন কয়েক বছর রুপালী পর্দায় দেখা যাচ্ছে না এই বলিউড অভিনেত্রীকে। এক সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী এখন চুটিয়ে সংসার করছেন। পরিবার সন্তানকে সময় দিচ্ছেন। মাতৃত্ব তার কাছে অন্যরকম এক অনুভূতি।
অভিনেত্রী আয়েশা টাকিয়া এখন ৩ বছরের ছেলের মা। ছেলের নাম মিখাইল।
আয়েশা বলেন, ‘মা হওয়া অসাধারণ একটা অভিজ্ঞতা। এটা নিজের কাছে একটা শিক্ষাও বটে। কারণ, মা হওয়ার পর যে অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তা একেবারেই নতুন। মা হওয়ার পর প্রত্যেকেই অন্য মানুষ হয়ে ওঠে। আমার মনে হয়, অভিভাবক হিসেবে একজন মানুষকে গড়ে তোলে এই অভিজ্ঞতাগুলোই। প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা হয়।’
আয়েশা আরও বলেন, ‘আমার ছেলের এখন সাড়ে তিন বছর বয়স। মানে, সে এখন খুবই দুষ্টু। তার এখন নানা চাহিদা। আমার মনে হয়, প্রত্যেক বাবা-মায়ের কাছেই সন্তানের প্রতি নজর দেওয়া বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে।’