Published On: বৃহস্পতি, আগস্ট 30th, 2018

জ্যাকুলিনের মন ভাঙার কারণ সালমান

Share This
Tags

সালমান খানের সাথে মাঝে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল জ্যাকুলিন ফার্নেন্দাজের। তবে পুরনো প্রেমিকা ক্যাটরিনার সাথে আবারো ঘনিষ্ঠতা শুরু হলে সালমান এখন তাকে নিয়েই ব্যস্ত।

 

ইদানিং আবারো সালমানের পরিবারের সাথে নিয়মিত দেখা যাচ্ছে ক্যাটরিনাকে। আর এদিকে মন ভেঙেছে জ্যাকুলিনের। ‘ভারত’ ছবিতে প্রিয়াঙ্কা সরে যাওয়ার পর নতুন নায়িকা নিয়ে যখন কথা হচ্ছিল, সেই সময় ছবিটি নিয়ে বেশ আশাবাদী ছিলেন জ্যাকুলিন। কিন্তু তার আশার শিকড়ে পানি ঢেলে দিলেন সালমান। ক্যাটরিনাকে ছবির জন্য কাস্ট করলেন তিনি।

 

সম্প্রতি ভারতের গণমাধ্যমে এই প্রসঙ্গে উঠতে জ্যাকুলিন পরোক্ষভাবে তার এই খারাপ লাগার কথা জানান।

About the Author