Published On: শুক্র, অক্টো. 12th, 2018

রাজ শুভশ্রী মঞ্চে আসতেই করতালির বন্যা!

Share This
Tags

টলিউডের হট এন্ড হ্যাপেনিং দম্পতি৷ প্রণয় থেকে সম্পর্কের পরিণতি, সবেতেই চর্চার বিষয়বস্তু থেকেছেন তারা৷ ফ্যানেদের মনে তাদের নিয়ে নানান জল্পনা৷ তাইতো দুর্গা পুজোর উদ্বোধনী মঞ্চে তাদের দেখতে মানুষের ভিড় নজরকারা৷ সাদা জামা ও গোলাপী শাড়িতে দুজনকে দেখে হাততালির বন্যা৷ দ্বিতীয়ায় মুর্শিদাবাদের ডোমকলে স্পোর্টিং ক্লাবের দুর্গা মণ্ডপের উদ্বোধন করলেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী৷

ডোমকলের অন্যতম বড় পুজো স্পোর্টিং ক্লাবের দুর্গা বন্দনা৷ প্রতিবারই থিমের ছোঁয়ায় নিত্য নতুন চমক থাকে এই পুজোর৷ এবার তাদের মণ্ডপ সেজে উঠেছে লালকেল্লার আদলে৷ প্রতিমাতেও থিম ভাবনার প্রকাশ৷ এদিন ছিল দুর্গা মণ্ডপের উদ্বোধন৷ কিন্তু মানুষের আকর্ষণ ছিল রাজ শুভশ্রী জুটিকে একবার চোখে দেখার৷

About the Author