Published On: শনি, অক্টো. 20th, 2018

কর্ণি সেনার শীর্ষ পদে ‘জাদেজা’

Share This
Tags

একদা বলিউড মুভি ‘পদ্মাবত’এর উগ্র বিরোধিতায় সরব হওয়া কর্ণি সেনার শীর্ষ পদে আসীন হলেন লেডি জাদেজা৷ টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা জাদেজা (রীভা সোলাঙ্কি) গুজরাতে এই ক্ষত্রিয়-রাজপুত কমিউনিটি গ্রুপের মহিলা শাখার প্রধান নিযুক্ত হলেন৷

গুজরাত ও রাজস্থানে অত্যন্ত সক্রিয় কর্ণি সেনা সংবাদ শিরোনামে আসে বলিউড মুভি ‘পদ্মাবতী’র সেটে হামলা চালিয়ে৷ সিনেমায় রানি পদ্মাবতীর সঙ্গে আলাউদ্দিন খিলজির প্রেম কাহিনী দেখানো নিয়েই প্রবল আপত্তি ছিল কর্ণি সেনার৷তুমুল বিক্ষোভের মুখে চাপে পড়ে শেষমেশ ছবির নাম বদলে ‘পদ্মাবত’ করা হয়৷

About the Author