Published On: বুধ, ডিসে. 4th, 2019

মিতালি রাজের ভূমিকায় এবার তাপসী পান্নু

Share This
Tags

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ নামটা অচেনা নয় কারুরু | এবার সেই মিতালি রাজের বায়োপিক ‘সাব্বাস মিতু’-ছবিতে মিতালি রাজের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে | আজ মঙ্গলবার টুইটারে মিতালি রাজের সঙ্গে কেক কাটার ছবি  পোস্ট করে অভিনেত্রী নিজেই জানান সে কথা |
ছবি পোস্ট করে অভিনেত্রী তাপসী লিখেছেন, ‘ছবির চিত্রনাট্য এখনও আঁতুড় ঘরে। ছবির জন্য হোমওয়ার্ক শুরু হয়েছে |’
বর্তমানে খেলোয়াড়দের নিয়ে ছবি মানেই একটা আলাদা উত্তেজনা| আর সেখানে মিতালি রাজের বায়োপিক | তাই ছবির জন্য  তাপসী ইতিমধ্যেই ক্রিকেট প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছেন | কভার ড্রাইভও শিখছেন| তবে ছবি মুক্তি বা ছবিতে আর করা আছেন ছবির পরিচালকের নাম কি তা নিয়ে অবশ্য  এখনও ধোঁয়াশা কাটেনি|

About the Author