আরও দ্রুত হবে চেক ক্লিয়ারিং

সম্প্রতি চেক ক্লিয়ারিং যাতে আরও দ্রুত হয় তারজন্য সারা দেশে এবার চেক ট্রাঙ্কজাকশন সিস্টেম বা সিটিএস চালু করেছে আরবিআই হবে। এই ব্যবস্থা সারা দেশের ছোট শহর ও গ্রামের মানুষও উপকৃত হবেন। এতদিন এই নিয়ম শুধু মাত্র বড় বড় শহরগুলিতে চালু ছিল। কিন্তু এখন থেকে ছোট বড় সব শহরে এই ব্যবস্থ্া চালু করা হচ্ছে। এই ব্যবস্থায় ক্লিয়ারিংয়ে কাগজের চেকটি না পাঠিয়ে তার ইলেকট্রনিক ছবি পাঠানো হয়। ফলে তিন দিনের জায়গায় জমা দেওয়ার দিনেই (সাধারণত দুপুর বারোটার মধ্যে জমা দিলে) চেক ক্লিয়ার হয়ে যায়। রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)-এর বিবৃতিতে বলা হয়েছে, বড় ক্লিয়ারিং হাউসগুলিতে সিটিএস ব্যবস্থা ‘সুস্থিত’ হওয়ার পর এখন সারা দেশে এই বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে তা চালু করা হবে। তা ছাড়া সারা দেশে ডিজিটাল ব্যবস্থায় কত লেনদেন হচ্ছে, তা জানানোর জন্য কিছুদিন বাদে বাদে একটি রিপোর্ট (ডিপিআই) প্রকাশ করা হবে বলে জানিয়েছে আরবিআই।