Published On: সোম, ফেব্রু. 24th, 2020

ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক-ইরান

Share This
Tags

প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্ব তুরস্কের ইরান সীমান্ত সংলগ্ন এলাকা। ভূকম্পনের মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত চারটি শিশু-সহ ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছেন আরও ৩৭ জন। এছাড়া ভেঙে পড়েছে শহরের হাজারটির বেশি বাড়ি । রবিবার সকাল আটটা ৫৫ মিনিটে প্রথম ভূমিকম্প হওয়ার পর বেশ কয়েকবার আফটারশক অনুভূত হয়। এর ফলে ক্ষয়ক্ষতির পরিবার আরও বেড়ে যায়। বর্তমানে প্রশাসনের তরফে ভূমিকম্প দুর্গতদের সবরকম সহযোগিতা করার চেষ্টা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে মোট ৭৫ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

About the Author