ইছাপুর এমপ্যাথীর সমাজসেবা।

সম্প্রতি গত সাতই জুন রবিবার সকালে উঃ ২৪ পরগনা থেকে “ইছাপুর এমপ্যাথী” দঃ ২৪ পরগনার কোষ্টাল থানার অন্তরগত ভূবণেশ্বর গ্রামে আমফান তান্ডবে বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষুদ্র সামর্থের মধ্যে, চিড়ে, গুঁড়, ছাতু, বিস্কুট, মুড়ি, কেক, পানীয় জল, স্যানিটারি ন্যাপকিন, মোমবাতি, দেশলাই, এবং এক প্যাকেট ব্লিচিং পাউডার প্রায় তিনশ মানুষের হাতে তুলে দেন। এই সংগঠন সারা বছরই বিভিন্ন কাজের মধ্য দিয়ে সাধারন মানুষের পাশে থাকেন, এবং তাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে মানুষকে সাহায্য করেন। আশা করবো তারা আগামী দিনেও, আরো এরকম মহৎ কাজের মধ্যে জড়িয়ে থাকবেন। ইছাপুর থেকে ডঃ তারক মজুমদারের রিপোর্ট, টিভি বাংলা।