ত্রিফলা আক্রমণে বিদ্ধ রানাঘাট পাশ্ববর্তী গ্রামের চাষীকুল।

লকডাউন, আমফান এবং কালবৈশাখী, এই ত্রিফলা আক্রমণে বিদ্ধ রানাঘাট পাশ্ববর্তী গ্রামের চাষীকুল। ঝড় বৃষ্টির কারণে বর্তমানে এক তৃতীয়াংশ ফসলও নেই জমিতে। যে টুকু বেঁচে আছে, তা বাজার পর্যন্ত পৌঁছতেই, আকাশ ছোঁয়া দাম। দু তিন সপ্তাহ আগেও যে সবজি 20 টাকা কেজি ছিল, আজ তাঁর দাম দুগুন অথবা তিনগুন। তাই বর্তমানে সবজি কিনতে নাভিশ্বাস উঠেছে আম বাঙালীর। রানাঘাট থেকে বিশ্ব ব্যানার্জির রিপোর্ট টিভি বাংলা।