Published On: বুধ, সেপ্টে. 16th, 2020

পুরুলিয়া জেলা পুলিশের তৎপরতায় দুর্ঘটনা জনিত মৃত্যু হার নিম্নমুখী

Share This
Tags

শেফালী মাহাত, পুরুলিয়াঃ প্রতি বছরই পথ দুর্ঘটনায় মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা।দুর্ঘটনা রুখতে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করেছে পুরুলিয়া জেলা পুলিশ।
জানুয়ারি – আগষ্ট ২০১৮ মোট দুর্ঘটনা ছিল – ৯২ , মৃত্যু ছিল -১০৩
জানুয়ারি – আগষ্ট ২০১৯- দুর্ঘটনা -১১৮ , মৃত্যু -১২৯
২০২০ দুর্ঘটনা – ৭০ , মৃত্যু -৭৬
পুলিশ প্র শাসনের এহেন ভূমিকায় স্বস্তিতে জেলার মানুষ। জেলা পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।

About the Author