পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা কেন্দ্রের

নিজস্ব সংবাদদাতাঃ বাজারে পেঁয়াজের যোগান কম। তাই ইতিমধ্যেই পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসছে মধ্যবিত্তের। আরও মূল্যবৃদ্ধির আশঙ্কায় রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিরেক্টোরেট জেনারেল অফ ফরেন ট্রেড জানিয়েছে, এ যাবৎ অবাধ রফতানির অনুমোদন দেওয়া হলেও অবিলম্বে পেঁয়াজ রফতানি নিষিদ্ধ ঘোষণা করা হল। গত এপ্রিল-জুলাই মাসে পেঁয়াজ রফতানির হার ৩০ শতাংশ বৃদ্ধি পায়। যার জেরে বাজারে দাম চড়তে শুরু করেছে। সরকারি হিসেব অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে মোট ৩২৮ কোটি ডলার মূল্যের পেঁয়াজ ও ১১২ কোটি ডলার মূল্যের শুকনো পেঁয়াজ রফতানি করেছে ভারত। এর মধ্যে প্রতিবেশী বাংলাদেশেই পাঠানো হয়েছে ১৫৭.৭% পেঁয়াজ।