ফ্রেঞ্চ ওপেনে নাদালকেই ফেভারিট মনে করেন জকোভিচ

LONDON, ENGLAND – JULY 03: Rafael Nadal of Spain (L) and Novak Djokovic of Serbia pose before their final round Gentlemen’s match on Day Thirteen of the Wimbledon Lawn Tennis Championships at the All England Lawn Tennis and Croquet Club on July 3, 2011 in London, England. (Photo by Clive Brunskill/Getty Images)
আসন্ন ফ্রেঞ্চ ওপেন টেনিস টুর্নামেন্টে স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদালকে ‘নম্বর ওয়ান ফেভারিট ‘ বলছেন সার্বিয়ান মহাতারকা নোভাক জোকোভিচ। ক্লে কোর্টের রাজা হিসেবে চিহ্নিত নাদাল, সম্প্রতি ক্লে কোর্টে, ইটালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। এবং সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন জোকার।
আসন্ন ফ্রেঞ্চ ওপেন নিয়ে জকোভিচ বলছেন, ‘যদিও নাদাল ইটালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। তা হলেও আমি মনে করি, এবং অনেক লোকই আমার সঙ্গে একমত হবেন যে, ফ্রেঞ্চ ওপেনে নাদাল-ই এক নম্বর ফেবাড়িট। ফ্রেঞ্চ ওপেনে ওর যা রেকর্ড, সেটা ঐতিহাসিক। এখানে ফেভারিট হিসেবে নাদালের আগে কাউকে রাখা সম্ভব নয়।’ প্রসঙ্গত, স্প্যানিশ কিংবদন্তি ১২ বার ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন।
নাদালের ভরপুর প্রসংশা করার পাশাপাশি জোকার অবশ্য এটাও বলতে ভুললেন না যে, ‘ নাদালকে যে ক্লে কোর্টে হারানো যায়, সেটা এই ইটালিয়ান ওপেনই দেখা গিয়েছে।”