“ভাতা নয় ভাত চাই”

বিশ্ব ব্যানার্জি, নদীয়াঃ “ভাতা নয় ভাত চাই”এই দাবি তুলে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পে নথিভূক্ত যুবক-যুবতীদের অবিলম্বে কাজে নিয়োগের দাবিতে মঙ্গলবার দুপুরে অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃষ্ণনগর জেলাশাসকের দপ্তরে নদীয়া জেলা শাসকের কাছে লিখিত ডেপুটেশন জমা দিলেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবি, রাজ্যের যুবক-যুবতীদের কর্মে নিয়োগের নিরিখে গত ২০১৩ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত মানবিক প্রকল্প যুবশ্রী গঠন করে রাজ্য সরকার। এরপর প্রকল্পে অন্তর্ভুক্ত শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মে নিয়োগ করার কথা বললেও আজ পর্যন্ত কোন যুবক-যুবতী কাজ পাননি।অবিলম্বে তাদের কাজের ব্যবস্থা করুক সরকার। মূলত সেই দাবিতে এই দিন দুপুরে কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড় থেকে এক বিক্ষোভ পদযাত্রার মাধ্যমে জেলাশাসকের দপ্তরে এসে লিখিত আকারে ডেপুটেশন জমা দেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।