আজ নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রশংসিত পুরুলিয়া র একশো দিনের কাজ।

শেফালী মাহাত, পুরুলিয়াঃ আজ নবান্নে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রশাসনিক আমলা এবং সমস্ত জেলার জেলাশাসক ও পুলিশ আধিকারিক দের নিয়ে এক ভিডিও কনফারেন্স করেন। এই অনুষ্ঠানে সর্বপ্রথম ই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এর জন্মদিনে তাঁকে স্মরণ করা হয়। আজকের বৈঠকে অনেকগুলি বাস টার্মিনাস, জেটি সহ বেশ কিছু ভবনের উদ্বোধন করা হয়। পুরুলিয়া জেলাতে ও আজ লাগদা তে একটি “আয়ুস স্বাস্থ্যকেন্দ্র ” এর উদ্বোধন করা হয়।আজকের বৈঠকে সারা রাজ্যের উন্নয়ন, আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে খতিয়ে দেখা হয়। মাননীয়া মুখ্যমন্ত্রী বিগত দুর্গাপূজা র সময় পুলিশ, রাজ্যপ্রশাসন, ক্লাব সহ জনসাধারণের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন এই অতিমারির সময় সাধারণ মানুষ নিয়মনীতি মেনে চলেছেন। এদিন তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের নাম না করে বলেন যে, ঐ একটি দল কোনোরকম নিয়মনীতি র তোয়াক্কা না করে করোনা বাড়িয়ে দেবার চেষ্টায় রত আছে। তিনি সমস্ত পুলিশ প্র শাসন কে দুর্নীতি দমন সহ শান্তিশৃঙ্খলা রক্ষা য় তৎপর হতে নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি বলেন, পুরুলিয়া সহ কয়েকটি জেলায় রাজ্যের সাথে আলোচনা না করে কেন্দ্র পুলিশ দিয়ে তদন্তের নামে হেনস্থা করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ভারতীয় গনতান্ত্রিক ব্যবস্থা য় রাজ্যের বিষয়ে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না। আজ মুখ্যমন্ত্রী আইটি সেক্টর, হর্টিকালচার, মৃত্তিকা শিল্প সহ হস্তশিল্প এর লক্ষ্য পূরণের প্রতি তৎপর হতে নির্দেশ দেন। আগামী কালীপূজা ও দীপাবলি র সময়ে ও মানুষ যাতে নিয়ম মেনে চলেন, যাতে মণ্ডপে ভীড় নিয়ন্ত্রণ সহ বিসর্জন নিয়ম মেনে করা হয় সে বিষয়ে পুলিশ ও প্রশাসন কে তৎপর হতে নির্দেশ দেন। আজকের বৈঠকে ১০০ দিনের কাজে পুরুলিয়া প্রথম দিকে আছে বলে মুখ্যমন্ত্রী জানান।