অনলাইন ক্লাসের জন্য সাড়ে ৯ লাখ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার।

অনলাইন ক্লাসের জন্য রাজ্যের সাড়ে ৯ লাখ পড়ুয়াকে ট্যাব দেবে সরকার। বৃহস্পতিবার নবান্নে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘আমাদের এখানে ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে। ৬৩৬ টা মাদ্রাসা আছে। করোনা পরিস্থিতিতে ক্লাস হলেও বহুক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পিউটারের অভাবে পড়ুয়ারা ক্লাস করতে পারছে না। তাই রাজ্যের সাড়ে ৯ লাখ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে ৫-৬ মাস পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে তারা ক্লাসগুলি করতে পারেন। এতে তাদের পঠন পাঠনে সুবিধা হবে।