Published On: বৃহস্পতি, ডিসে. 17th, 2020

নবান্ন কবিতা উৎসব

Share This
Tags

শেফালী মাহাতো: সম্প্রতি দুর্গাপুরে সুরেনচন্দ্র মডার্ন স্কুলে নবান্ন কবিতা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট কবি অরুণ কুমার চক্রবর্তী।এই অনুষ্ঠানে প্রকাশিত হয় কবি শান্তনু ভট্টাচার্যের কাব্যগ্রন্থ “ক্যানভাসে মুঠোরঙ” ।প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অরুণ কুমার চক্রবর্তী, কবি বিকাল গায়েন, কবি প্রবীর দাশ, কবি সুনীল মাজি, কবি বিপ্লব গঙ্গোপাধ্যায়, কবি প্রবেশ সরকার কবি শান্তনু ভট্টাচার্য কবি রাজীব ঘাঁটী কবি উৎপল মুখোপাধ্যায়, এবং কবি মাধব চন্দ্র মন্ডল ।

About the Author