পুরুলিয়া জেলার কাঁসাই নদী থেকে অবৈধ বালি পাচার নির্বিকার জেলা প্রশাসন।

শেফালী মাহাত, পুরুলিয়া: পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী নদী কাঁসাই – কংসাবতী। এই নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে নদীর ক্ষতি করা থেকে রুখতে অবৈধ বালি তোলায় রাশ টেনে দিয়েছিল পুলিশ প্রশাসন। কিন্তু কোনো রকম এক অজানা কারণে সেই নির্দেশ কে বুড়ো আঙুল দেখিয়ে চলছে অবৈধ ভাবে বালি তোলা। সাইকেল করে গোরুর গাড়িতে করে দিব্যি বালি নিয়ে যাচ্ছেন মানুষ জন। জেলা পুলিশ এবং প্র শাসন নির্বিকার দর্শক।