কৃষকদের পাশে থাকার বার্তা রাহুলের

নতুন বছরে টুইটে রাহুল বলছেন, ‘গতবছর আমরা যাদের হারিয়েছি, নতুন বছরের শুরুতে তাঁদের স্মরণ করি। যারা আমাদের রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে সমস্ত কৃষক এবং শ্রমিকরা অসত্ শক্তির বিরুদ্ধে সম্মান এবং সততার সঙ্গে লড়াই করছেন, আমার হৃদয় সবসময় তাঁদের সঙ্গে থাকবে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ‘দেশের বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা এখনও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন। গতকাল গোটা দেশ যখন বর্ষবরণের আনন্দে মাতোয়ারা, তখন দিল্লি-হরিয়ানা সীমান্তে কনকনে ঠান্ডায় রাত কাটিয়েছেন হাজার হাজার কৃষক। তাঁরা জানিয়েও দিয়েছেন, কেন্দ্র যতদিন না দাবি মানছে, ততদিন নতুন বছরের উত্সবে মাতবেন না। কংগ্রেস নেতা বছরের প্রথমদিন সেইসব কৃষকদের পাশে থাকারই বার্তা দিলেন। গত বছর একাধিক বিষয়ে সরকারের সমালোচনা করেছেন রাহুল।