প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন বছরে দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করলেন।

এদিন সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বললেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২১ সাল ভাল কাটুক। নতুন বছরে সকলের সুস্বাস্থ্য বজায় থাকুক। আনন্দ এবং সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন।’ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও নতুন বছরের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সমস্ত দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরে সবার জন্যই নতুন কিছু করার সুযোগ যেন আসে। করোনার বিরুদ্ধে লড়াই জারি থাকবে। আমাদের এগিয়ে যেতে হবে।’ গতকালই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্ করেছিলেন প্রধানমন্ত্রী। নানা বিষয়ে আলোচনা হয়েছে দু’জনের। পরস্পরকে নতুন বছরের শুভেচ্ছাও জানান তাঁরা।