Published On: সোম, জানু. 4th, 2021

পুরুলিয়াতে মহামান্য রাজ্যপাল

Share This
Tags

শেফালী মাহাত, পুরুলিয়াঃ পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল জগদীপ ধনকর আজ ১লা জানুয়ারী ২০২১ পুরুলিয়া শহরে পদার্পণ করেন। তাঁর হেলিকপ্টার পুরুলিয়া শহরের সৈনিক স্কুলে নামে। পুরুলিয়া র জেলাপ্রশাসন ও পুলিশ প্রশাসন এর পক্ষ থেকে মহামান্য রাজ্যপাল কে স্বাগত জানানো হয়। উনি পুরুলিয়া তে কংসাবতী বালিকা হস্টেল এর উদ্বোধন করেন। তাছাড়া ও তিনি একটি জিম সেন্টারের ও উদ্বোধন করেন। এরপর মহামান্য রাজ্যপাল সাংবাদিক বৈঠকে বসেন জেলার সাংবাদিকদের সঙ্গে।

About the Author