পুরুলিয়ার সার্কিট হাউসে রাজ্যপাল এর সাংবাদিক বৈঠকে বেনজির আক্রমণ রাজ্য প্রশাসনকে।

শেফালী মাহাত, পুরুলিয়াঃ রাজ্যপাল একটি রাজ্যের সর্বোচ্চ সম্মানীয় পদ। তিনি রাজনীতির ঊর্ধ্বে থেকে রাজ্যের সর্বোচ্চ পদাধিকারী। কিন্তু বর্তমান মহামান্য রাজ্যপাল প্রতি নিয়ত ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন। রাজ্য সরকার ও রাজ্যপাল এর সম্পর্ক ও যেন আদায় কাচকলায়। রাজ্যের বিশ্ববিদ্যালয় এর ক্ষমতা নিয়ে হোক বা রাজ্য সরকার এর যে কোন প্রকল্প রূপায়ন, বা আইনশৃঙ্খলা সে যে বিষয় হোক না কেন রাজ্যপাল এর বিতর্কিত মন্তব্য এখন প্রায় ই আলোচনা র বিষয় হয়ে উঠে। এবার ও রাজ্যপাল এর পুরুলিয়া শফরে সাংবাদিক বৈঠকে তার অন্যথা হোল না। তাঁর পুরুলিয়া শফরে ছিলেন বিজেপি নেতারা। ছিলেন না প্র শাসনের কোন ও কর্তা ব্যক্তিরা। এদিন রাজ্যপাল প্রথম থেকেই পুলিশ ও প্রশাসন কে নাম না করে এক বিশেষ রাজনৈতিক দল অর্থাৎ শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করার জন্য কাঠগড়ায় তোলেন। তিনি পশ্চিম বঙ্গ সরকার এর কৃষকদের ভাতা না দেওয়ার জন্য ঐ প্রকল্পের রূপায়ণ না করার অভিযোগ করেন । নজির বিহীন ভাবে তিনি বর্তমান রাজ্য সরকার ও পুলিশ প্র শাসন কে একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার দায়ে অভিযুক্ত করেন।