খান পরিবারের তিন সদস্যের নামে এফআইআর করা হয়েছে।

সজল দাসগুপ্ত, শিলিগুড়িঃ নির্দিষ্ট করণা বিধি না মানায় খান পরিবারের তিন সদস্যের নামে এফআইআর করা হয়েছে। সালমান খানের ভাই আরবাজ খান, সোহেল খান, ও সোহেল খানের পুত্র নির্বাণ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিশিষ্ট সূত্রে জানা গিয়েছে খান পরিবারের তিন সদস্য এয়ারপোর্ট থেকে কোয়ারান্টিনে যাবে বলে সোজা বাড়িতে চলে আসেন। মহারাষ্ট্রে বর্তমানে করণা পরিস্থিতি ভারতের মধ্যে সবচেয়ে বেশি তাই নির্দিষ্ট স্বাস্থ্য বিধি মানার ব্যাপারে মহারাষ্ট্রের খুব কড়াকড়ি নিয়ম আছে। খান পরিবারের তিন সদস্য বিদেশ থেকে ফিরে এয়ারপোর্টে নেমে কোয়ারেন্টাইনে যাবার নাম করে সোজা বাড়ি চলে যান। এয়ারপোর্টের আধিকারিকদের মিথ্যে বলার অভিযোগে ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি না মানার জন্য তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বর্তমানে তারা তাজ বেঙ্গল হোটেল এ কোয়ারেন্টাইন কাটাচ্ছেন।