প্রাণের মেলা ২০২১।

৪ঠা জানুয়ারী গতকাল বিসানি পশ্চিমবঙ্গ কলকাতা শাখার উদ্যোগে দমদম মাইকেল নগর অরুণ দাসের বাগান বাড়িতে একটি সাহিত্য আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন এক দূর্লভ অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলাম। যুথিকা দাসের সম্পাদিত ‘কুড়ির ক্যানভাস” ও ভাগাবাজার থেকে প্রকাশিত ঈশানী পত্রিকার মোড়ক উন্মোচন হয়। উন্মোচিত হয় দীপক রায়ের একটি কাব্য গ্রন্থও! এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মন্দাক্রান্তা সেন, প্রকাশক আনন্দ মণ্ডল, কবি সুশান্ত ঘোষ, কবি ডঃ অনুপ দত্ত, কবি মনোরঞ্জন আচার্য, সমাজসেবক মহাপ্রসাদ দত্ত তথা বিসানির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কবি সুব্রত বোস, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী ঘটক সরকার, এবং কলকাতা শাখার সভাপতি কবি দীপক রায়, কবি শ্রীমন্ত ভদ্র, রাজ সেন, সাধারণ সম্পাদক কবি ও বাচিকশিল্পী বিসানির ইউটিউব পরিচালক ইঞ্জিঃ কবি সন্দীপন শীল, কবি উমা মিত্র, কবি ঝুমা দাস, কবি হৈমন্তী ব্যানার্জী, কবি বাচিকশিল্পী অনিন্দিতা মোদক, কবি গৌরী সেন, কবি সোমা বসু মল্লিক, সহ অসংখ্য বিসানি প্রেমী গুণীজন ও ভাই বোনের সমাগমে অনুষ্ঠানটি জমজমাট হয়ে উঠেছিলো। সারাটাদিন এক স্বর্গীয় আনন্দ উপভোগ করলাম। বাচিক শিল্পী শিবাজী চৌধুরীর যাদুকণ্ঠে শোনলাম অপূর্ব কবিতাপাঠ। এছাড়া বিসানি পরিবারের সহ সাহিত্য সম্পাদক বরাক উপত্যকার করিমগঞ্জ থেকে কবি সুমিতা গোস্বামী দাস ও আমি যুথিকা দাস , অনুষ্ঠানটি পুরো সঞ্চালনা করেন সন্দীপন শীল মহাশয় ও অমিত চক্রবর্তী।