রাজনীতি থেকে অবসর লক্ষ্মীরতন শুক্লার।

সজল দাসগুপ্ত, শিলিগুড়িঃ হঠাৎ আচমকা লক্ষ্মীরতন শুক্লা রাজ্যের ক্রীড়া দপ্তরে রাষ্ট্রমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। একই সঙ্গে তিনি হাওড়া জেলার তৃণমূলের যুব সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি সরাসরি তার ইস্তফা পত্র তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন। তার ইস্তফা পত্র গ্রহণ করা হয়েছে। তবে তিনি বিধায়ক পদ ছাড়ছেন না। দুই হাজার কুড়ি সালে লক্ষ্মীরতন শুক্লা কে হাওড়া জেলার তৃণমূল যুব সভাপতির পদে নিযুক্ত করা হয়। তিনি জানিয়েছেন তিনি রাজনীতি থেকে অবসর গ্রহণ করছেন তাই তিনি ইস্তফা দিয়েছেন।