জোর কদমে চলছে ২৬শে জানুয়ারীর কুচকাওয়াজ এর রিয়ালসেল।

শেফালী মাহাতো, পুরুলিয়াঃ ২৬জানুয়ারি প্রজাতন্ত্র দিবস।তার আগে অনুশীলন শুরু হয়েছে পুরুলিয়া মানভূম ভিক্টোরিয়া স্কুল মাঠে।এবারে সব কিছু করোনা বিধি মেনেই অনুষ্ঠান হবে।২৬ শে জানুয়ারি পুরুলিয়া ভিক্টোরিয়া স্কুল মাঠেই কুচকাওয়াজ এর অনুষ্ঠান হবে।এইদিন পুরুলিয়ার বিভিন্ন স্কুল, কলেজ, ও অন্যান্য রা অংশ গ্রহন করে থাকেন।