লোকনাথ বাবার পুজোর আয়োজন বড় ফাঁপরিতে
সজল দাশগুপ্ত, শিলিগুড়ি
আজ বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস। এই বিশেষ তিথিতে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে লোকনাথ পূজার আয়োজন করা হয়েছে। বড় ফাঁপরিতে প্রতিবছর বিশাল করে বাবা লোকনাথের পূজোর আয়োজন করা হয়ে থাকে। এই পুজোকে ঘিরে ভক্তদের আগ্রহ থাকে । প্রতিবছরের মতো চলতি বছরও আয়োজন করা হয়েছে লোকনাথ বাবার পুজোর l পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা। মেলায় রয়েছে নাগরদোলা থেকে শুরু করে বিভিন্ন বিনোদনমূলক জিনিস। এ ছাড়া জিলাপি পাপড় ভাজা রসনা তৃপ্তির সেরা বিষয় । সকাল থেকেই ভক্তদের ভিড়। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন পুজো দিতে। লোকনাথ বাবার পুজো উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য ছিল লম্বা লাইন। ভক্তদের জন্য ব্যবস্থা করা হয়ে ভোগ প্রসাদের। গরমের জন্য বাইরে ব্যবস্থা ছিল শরবতের। সব মিলিয়ে আজ বাবা লোকনাথের পূজোকে কেন্দ্র করে সংলগ্ন এলাকায় জনসমুদ্র লক্ষ্য করা যায়।