অল্প বৃষ্টিতে ধূপগুড়ি বাজার ব্যবসা জলমগ্ন, ক্ষোভ ব্যবসায়ীদের
নিজস্ব সংবাদদাতা,ধূপগুড়ি: অল্প বৃষ্টিতে জমে যাচ্ছে জল।যার ফলে মার খাচ্ছে ব্যবসা বাণিজ্য।জল জমা নিয়ে জেলাপরিষদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ব্যবসায়ীরা। ধূপগুড়ি বাজারের চুরিপট্টি,হাইস্কুল সংলগ্ন রাস্তা,কাপড়পট্টিতে কয়েক ঘন্টার বৃষ্টিতে এক হাঁটু জল জমে যাচ্ছে।নিকাশি নালার বেহাল অবস্থার কারণে জল জমে থাকছে।এর ফলে দোকানের সামনে জল জমে থাকার ফলে দোকানে কোনো ক্রেতা আসছে না।জল জমে থাকার ফলে নষ্ট হচ্ছে সবজি থেকে বিভিন্ন কাঁচামাল। এক সবজি বিক্রেতার অভিযোগ অল্প বৃষ্টি হলে প্রায় এক হাঁটু জল জমছে।যার ফলে প্রচুর পরিমাণ সবজি জলে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে।জেলাপরিষদ নিকাশি নালা গুলো সংস্কার করছে না।যদি দ্রুত সমস্যা সমাধান না হয় তবে সামনেই বর্ষা আসছে,আমাদের ব্যবসা করতে সমস্যা হবে। ওপর এক ব্যবসায়ী বলেন , কয়েক ঘন্টার বৃষ্টিতে জল জমে যাচ্ছে।জেলাপরিষদ কোনো কাজ করছে না।নিকাশি নালা গুলো বেহাল হয়ে রয়েছে।কোনো রকম ড্রেন পরিস্কার করছে না জেলাপরিষদ।এই বিষয়ে জেলাপরিষদের সদস্যা মমতা সরকার বৈদ্য বলেন, বিষয়টি জেলাপরিষদের সভাপতিকে জানানো হয়েছে।