
নিজস্ব প্রতিনিধি,নয়াজামানা,বক্সিরহাট:-আসাম পুলিশের বড়োসড়ো সাফল্য। বিপুল পরিমানে গাঁজা সহ আটক চার। আজ সকাল আনুমানিক এগারো টা নাগাদ আসাম বাংলা সীমান্ত ছাগলিয়া তে।পুলিশ সূত্রে জানা যায় ত্রিপুরা থেকে একটি বিলাসবহুল গাড়িতে করে এই গাঁজা গুলি শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানায়। গোপন সূত্রের ভিত্তিতে আসাম বাংলা সীমান্ত ছাগলিয়া পুলিশ ফাঁড়ির ic হীরক জ্যোতি দাস পুলিশ টিম নিয়ে ফাঁদ পেতে বসে থাকে এবং সেই ফাঁদেই আটক হলো পাচারকারীরা। পাচার হওয়া গাঁজার আনুমানিক পরিমান ১৮৮ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ্য টাকা। আটক হওয়া ব্যক্তি দের মধ্যে দুজন ত্রিপুরার আগরতলার বাসিন্দা এবং বাকি দুইজন ছাগলিয়ার বাসিন্দা। জানাজায়, ধৃত ব্যক্তিরা হলো, ত্রিপুরার সিপাহীজলার বাসিন্দা রুপন সরকার বয়স ২৯। আসাম এর বিদ্যার ডাবরী র বাসিন্দা অর্জুন রায় বয়স ২৫বছর।
ত্রিপুরার সিপাহীজ্বলার বাসিন্দা সুশান্ত দেব বয়স ২৪বছর
এবং আসামের বিদ্যার ডাবরীর বাসিন্দা জাকির হোসেন বয়স ৪০ বছর।
ধৃতদের বর্তমানে ছাগলিয়া পুলিশ ফাঁড়িতে আটক করে রাখা হয়েছে।















