রাখী ধর, ইসলামপুর : পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ বিভাগের রাষ্ট্রমন্ত্রী জনাব আখরুজ্জামান, ইসলামপুরের মহকুমাশাসক প্রিয়া যাদব , চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক ও অন্যান্য আধিকারিক সোমবার চোপড়া উন্নয়ন সমষ্টির অন্তর্গত সোনাপুরে আয়োজিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবির পরিদর্শন করলেন ও সেখানে 
জানান অতি দ্রুত প্রতিটি সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।














