আগামীকাল অর্থাৎ পহেলা মে থেকে শিলিগুড়ির মাড়োয়ারি ভবনে রাম কথা অনুষ্ঠান শুরু হতে চলেছে। এই অনুষ্ঠান চলবে আগামী ১০ই মে পর্যন্ত। রাম কথা মহোৎসব কে ঘিরে এদিন শিলিগুড়ির মারওয়ারী ভবনে একটি প্রেস মিট এর আয়োজন করা হয়। এই বিষয়ে জানানো হয়েছে আগামী কাল থেকে শুরু হচ্ছে এই রামকথা মহোৎসব। চলবে আগামী দশই মে পর্যন্ত। উৎসব অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন সমাজ সেবামূলক কাজের আয়োজন করা হবে। যার মধ্যে রয়েছে রক্তদান শিবির, নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির এছাড়া আরো অনেক কর্মসূচি।















