পঁচিশে বৈশাখ উপলক্ষে, কবিগুরুর প্রতি বরাহনগর দর্পণের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান, বরানগর বিটি রোড, সেবা সংঘ ক্লাবের সভা ঘরে অনুষ্ঠিত হবে। সবার আমন্ত্রণ রইল। থাকছে কবি প্রণাম সাহিত্যের আলোচনা ,কবিতা পাঠ ,বই প্রকাশ ,সঙ্গীত ও নৃত্য। সবার আমন্ত্রণ রইল।
সময় ৮ই মে ২০২৪ বিকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।