ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রঞ্জিতপুর গ্রামের মুরগিপাড়া এলাকায় বুধবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালিপদ সরেনের সমর্থনে এদিনের প্রচার কর্মসূচি। এ দিনের প্রচারে তৃণমূলের মহিলারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু, সাঁকরাইল ব্লক তৃণমূলের সহ সভাপতি অনুপ মাহাত, রোহিণী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মথুর মাহাত, রোহিনী অঞ্চল তৃণমূলের সভানেত্রী মনি নায়েক, তৃণমূল নেতা নির্মল নায়েক সহ অনেকে। বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির চেয়ারম্যান বিরবাহা সরেন টুডু বলেন, মানুষ উন্নয়নের সাথে রয়েছেন, মানুষ দিদির সাথে রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। দিদি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের মাধ্যমে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠা করেছেন। বেশিরভাগ মানুষ সরকারি পরিষেবা পেয়েছে, যারা পায়নি আগামী তে তারাও পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার বাড়ি তৈরির টাকা না দিলেও রাজ্য সরকার আগামী ডিসেম্বর মাসে বাড়ি তৈরির টাকা মিটিয়ে দেবে। সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বাংলাকে বঞ্চনা করা সত্ত্বেও বাংলার মানুষের উন্নয়নে কাজ করছেন। তাই বাংলার শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য তিনি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য সর্বস্তরের মানুষ এর কাছে আহ্বান জানান।
সাঁকরাইলে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার , ঝাড়গ্রাম
WhatsApp
Facebook
Twitter
LinkedIn