বীরভূম: উচ্চ মাধ্যমিকে বীরভূম জেলার দুই কৃতী রাজ্য মেধা তালিকায়। আর তাতেই স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া জেলা জুড়ে। জে এল বিদ্যাভবন থেকে বিজ্ঞান বিভাগ থেকে ষষ্ঠ এবং অন্যজন শান্তিনিকেতন নব নালন্দা ইংরেজি মাধ্যম স্কুল থেকে কলা বিভাগ পঞ্চম স্থান অধিকার করে রাজ্য মেধা তালিকায়।
অন্যদিকে, শান্তিনিকেতন নবনালন্দা ইংরেজি মাধ্যম স্কুল থেকে রাজ্য মেধা তালিকায় উচ্চমাধ্যমিকে কলা বিভাগে পঞ্চম স্থান অধিকার করে সানন্দা রায়। মাধ্যমিক পরীক্ষায় ৬৮৪ পেয়ে দশম হওয়ার পর উচ্চ মাধ্যমিকে ফের সানন্দা রায় পঞ্চম হলো শান্তিনিকেতন নব নালন্দা স্কুল থেকে। তার সর্ব মোট প্রাপ্ত নম্বর ৪৯২ । বিষয় ভিত্তিক নাম্বার যথাক্রমে বাংলায় ছিয়ানব্বই, ইংরেজিতে সাতানব্বই, অর্থনীতিতে একশো, ভূগোলে আটানব্বই, রাষ্ট্রবিজ্ঞানে আটানব্বই, কম্পিউটার এ্যাপ্লিকেশনে নিরানব্বই। সানন্দার মা সোমা দে রায় কীর্ণাহার বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা, বাবা বেরপুর হাইস্কুলের ইংরেজি শিক্ষক। তাঁরাই মেয়ের ইংরেজি দেখতেন। তার বাইরে পাঁচজন গৃহশিক্ষক ছিল। সানন্দা একজন অধ্যাপিকা হতে চায়। তবে পাশাপাশি সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার ইচ্ছে রাখে। নাচ, গান আবৃত্তিতে তার আগ্রহ আছে। নব নালন্দা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরগোপাল বন্দ্যোপাধ্যায় জানান, বরাবরই সানন্দা একজন মেধাবী ছাত্রী।
উচ্চ মাধ্যমিকে বীরভূম জেলার দুই কৃতী রাজ্য মেধা তালিকায়
WhatsApp
Facebook
Twitter
LinkedIn