নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….. বৃহস্পতিবার ভোররাতে মেদিনীপুর শহরের গেট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। এদিন কোনভাবে গেটবাজারে আগুন লাগে। সেই আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে।সেই আগুনের তীব্র গরম থেকে পাশাপাশি বাড়ির লোকেরা বেরিয়ে আসেন। সেই সময় একটি মিস্টির দোকানে থাকা গ্যাস সিলিন্ডারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ৮ বছরের নাবালক শিশু প্রভাস রান তার দাদুর সঙ্গে সেই সময় বাইরে বেরিয়ে পড়েছিল।সেই বিস্ফোরণে শিশুটি সাংঘাতিক ভাবে জখম হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিষ্টি দোকানে শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে পুলিশের অনুমান।এই অগ্নিকাণ্ডে ছটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। মৃত শিশু প্রভাস রানার বাবার নাম স্বপন রানা,পেশায় টোটো চালক, মা, বর্ণালী সিংহ রানা একজন গৃহবধূ। শিশুটি রাঙ্গামাটি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীর ছাত্র বলে জানা যায়। ঘটনাস্থলে আসেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান ঘুরে দেখেন । তিনি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং মৃত শিশুর টির পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
মেদিনীপুর গেট বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়লো ছটি দোকান,মৃত ১ শিশু…..
WhatsApp
Facebook
Twitter
LinkedIn