১১ বছর পর শাকিরের হাত ধরে পি সেন ট্রফি এলো মোহনবাগানের ঘরে.
সিএবির ঐতিহ্যবাহী ট্রফি পি সেন ট্রফি। এবারে এই ট্রফি জিতে নিল মোহনবাগান। শনিবার ইডেনে ফাইনালে ভবানীপুর কে রুদ্ধশ্বাস ম্যাচে এক উইকেটে হারিয়ে যায় মোহনবাগান। অসাধারণ ইনিংস খেলেন শাকির, তার ব্যাট থেকে আসে ১৫৭ রানের একটি অসাধারণ ইনিংস।
ভবানীপুর প্রথমে ব্যাট করতে নেমে প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে ছিল। নির্ধারিত ৪৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৫২ রান তোলে ভবানীপুর। ৭৪ রান করেন অভিষেক রামনের। ৭১ রান করেন অনুষ্ঠিত মজুমদার। এছাড়া ৪২ বলে ৬০ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন চিরাগ জানি।
জিতে হলে করতে হবে ৩৫৩ রান লক্ষ্যমাত্রা যথেষ্ট বেশি, এরকম পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ৮৮ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলে মোহনবাগান। এরপরেই শুরু হয় শাকির শো, বলতে গেলে প্রায় একার হাতে খাদে কিনারা থেকে মোহনবাগানকে নিয়ে আসেন মূল স্রোতে। শেষ দিকে ললিত যাদব ৪৫ দিনের একটি ঝড়ো ইনিংস খেলেন। দীর্ঘ ১১ বছর পর আবারও পি সেন ট্রফি চ্যাম্পিয়ন হলো মোহনবাগান।