এমনই বিরল ঘটনার ঘটলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। রবিবার ইসলামপুরের আমবাগান এলাকার এক বেসরকারি নার্সিংহোমে প্রসবযন্ত্রণা নিয়ে ভর্তি হন বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাভেদ আলমের স্ত্রী তাহেরা বেগম।গর্ভধারনের পর আল্ট্রাসোনোগ্রাফি করবার পর ওই প্রসূতিকে চিকিৎসক আগেই জানিয়ে দিয়েছিলেন যে তার গর্ভে পাঁচটি শিশু সন্তান রয়েছে। এহেন ঘটনায় কিছুটা হলে আতঙ্কিত ছিলেন ওই প্রসূতি। কিন্তু চিকিৎসকের পরামর্শ মতই নিয়ম মেনে ছিলেন তিনি। এদিন সকালে প্রসবযন্ত্রণা নিয়ে ভর্তি হলে পরে স্বাভাবিকভাবেই সন্তান প্রসব হয় তার চিকিৎসকদের উপস্থিতিতে। একে একে পাঁচ শিশু সন্তানের জন্ম দেন তিনি। তবে নির্ধারিত সময়ের আগেই সন্তানদের জন্ম হয়েছে। সকলেই সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক ফারজানা নুরি।
পাঁচ মেয়ের জন্মে খুশি শিশুটির মা তাহেরা বেগম ও তার পরিবারের সদস্যরা।
ইসলামপুর: একসঙ্গে পাঁচ কন্যার জন্ম দিলেন এক প্রসূতি।
WhatsApp
Facebook
Twitter
LinkedIn