দলীয় প্রার্থীদের প্রচারে সুকান্ত মজুমদার
সামনেই পঞ্চায়েত নির্বাচন, বিজেপীর প্রার্থীদের সমর্থনে বিজেপীর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন সকালে তিনি শিলিগুড়ির অন্তর্গত এনজেপী ষ্টেশনে এসে পৌঁছান। তাকে অর্ভ্যর্থনা জানান বিজেপীর সদস্য এবং সমর্থকেরা।কলকাতা থেকে এনজেপি স্টেশনে নামার পর,কোচবিহারের উদ্দেশ্যে রওনা দেন সুকান্ত মজুমদার। প্রসঙ্গত তিনি কোচবিহারে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করবেন। দলীয় প্রার্থীদের প্রচার করবার পর, নিউ কোচবিহার থেকে মালদায় নির্বাচনী … Read more



