নিরাঙ্কারী মিশনে ১৯৮৬ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পর্যন্ত 13 লক্ষ ইউনিট রক্ত দান করা হয়েছে আমাদের মিশনের তরফ থেকে।
মানব একতা দিবস উপলক্ষে আমরা নিরঙ্কারী মিশনের ভক্তগণ ২৯ তম রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম ৫-৫-২০২৪ (রবিবার) মাটিগাড়া খাপরাইল রোডস্থিত নিরঙ্কারী সৎসঙ্গ ভবনে। শিলিগুড়ি শাখার (জোন নাম্বার ৪৭) এর অন্তর্গত এন.জে.পি, বাগডোগরা, তারা বাড়ি এবং শিলিগুড়ির ভক্তবৃন্দরা একত্রিত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হসপিটাল এবং শিলিগুড়ি সদর হসপিটালের ব্লাড ব্যাংককে রক্তদানের সেবা করেন। এই শিবিরের সমাপনে … Read more