সম্প্রতি টোকিও অলিম্পিকসের শেষ দিনে রবিবার সাইক্লিংয়ের কিরিনের পুরুষ এককের ফাইনালে অন্য প্রতিযোগীদের তিন ল্যাপ বাকি থাকতে সোনা নিশ্চিত করেন জেসন কেনি। সাইক্লিং স্প্রিন্টের কিরিন ইভেন্টে রিও অলিম্পিক্সের সাফল্যের মুকুট টোকিওতে ধরে রাখলেন জেসন কেনি। গড়লেন গ্রেট ব্রিটেনের প্রথম অ্যাথলেট হিসেবে অলিম্পিক্সে সাত সোনা জয়ের কীর্তি। সাত সোনার প্রথমটি কেনি জিতেছিলেন ২০০৮ সালের বেইজিং অলিম্পিক্সে। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে পান টিম স্প্রিন্ট ও ব্যক্তিগত বিভাগের সোনা। রিওতে ৩৩ বছর বয়সী এই অ্যাথলেট তিনটি ইভেন্টে জেতেন সোনা। টোকিওতে তাঁর ঝুলিতে উঠল আরও একটি সোনা। ফলে অলিম্পিক্সে মোট ৭টি সোনা জিতলেন তিনি।অন্যদিকে টোকিও অলিম্পিক্সে জেসন কেনি সোনা জিতলেও, সাফল্য পেলেন না তাঁর স্ত্রী লরা কেনিকে। টোকিও অলিম্পিক্সে সোনার স্বপ্ন পূরণ হলনা গ্রেট ব্রিটেনের সফলতম সাইক্লিস্ট লরা কেনির। পাঁচ বছর আগে রিওতে সাইক্লিং ওমনিয়ামের শিরোপা ধরে রেখে প্রথম ব্রিটিশ নারী হিসেবে চারটি অলিম্পিক্স সোনা জয়ের কীর্তি রয়েছে তাঁর। টোকিওতে রেসের মাঝে দুর্ঘটনায় পড়ে হয়েছেন ষষ্ঠ হয়েছেন তিনি, ফলে পদক হারাতে হয় তাঁকে। তবে ওমনিয়ামে ব্যর্থ হলেও লরা অবশ্য এবার ম্যাডিসন ইভেন্টে সোনা জিতেছেন। মেয়েদের টিম পারস্যুট ইভেন্টে পেয়েছেন রুপো। সব মিলিয়ে অলিম্পিক্সে এই তারকা সাইক্লিস্টের পদক ঝুলিতে রয়েছে ৫টি সোনা ও একটি রুপো, সব মিলিয়ে ৬টি পদক জিতলেন তিনি। টোকিও জেসন ও লরা সোনা জেতায় ব্রিটিশ সাইক্লিস্ট দম্পতির ঝুলিতে এখন মোট এক ডজন অলিম্পিক্স সোনা রয়েছে। জেসন কেনি বিশ্বচ্যাম্পিয়নশিপে তিনটি ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে একটি সোনা জিতেছেন। অলিম্পিক্সের আসরে স্বামীর চেয়ে পদকের সংখ্যায় পিছিয়ে থাকলেও বাকি আন্তর্জাতিক আসরে এগিয়ে লরা কেনি। এই তারকা সাইক্লিস্ট দম্পতি গ্রেট ব্রিটেনের ক্রীড়ামহলকে গর্বিত করছেন।
অলিম্পিক্সে এক ডজন সোনার পদক জিতলেন গ্রেট ব্রিটেনের দম্পতি
Widgetized Section
Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share into that BigPicture-Share zone