সজল দাসগুপ্তঃ ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভ এর চ্যাম্পিয়নের শিরোপা পেয়েছেন পবন দীপ রাজন। তিনি ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভ এর চ্যাম্পিয়ন হওয়ার পর জানান সালমান খানের ছবিতে প্লে-ব্যাক করলেন করতে চান । ভাইজানের ছবিতে প্লেব্যাক সিঙ্গিং করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভ এর অন্যতম জনপ্রিয় বিচারক হিমেশ রেশমিয়ার সুরে প্লেব্যাক করেছেন তিনি। এই প্রসঙ্গে জানান হিমেশ রেশমিয়ার মত বিখ্যাত সুরকারের সাথে কাজ করার অনুভূতি আলাদা। অন্যতম জনপ্রিয় পরিচালক করণ জোহর তার গান শুনে মুগ্ধ হওয়ার পর পবন দীপ রাজন কে নিজের ছবিতে গান করার প্রস্তাব দিয়েছেন। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পবন দীপ রাজন এর অনুগামী এর সংখ্যা
। অল্পদিনের মধ্যে প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে পবন দীপ।
ইন্ডিয়ান আইডল সিজন টুয়েলভ এর চ্যাম্পিয়নের পবন দীপ রাজন।


Widgetized Section
Go to Admin » Appearance » Widgets » and move Gabfire Widget: Share into that BigPicture-Share zone