আজ বিশ্ব চা দিবস, গোটা বিশ্ব জুড়ে পালন করা হচ্ছে বিশ্ব চা দিবস। ৮ থেকে ৮০ সকলের কাছেই প্রিয় চা। আনন্দে বিষাদে মানুষের কাছের বন্ধু হলো চা। আজ টা পিপাসুদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এদিন শিলিগুড়ি চা ট্রেডার্সের তরফ থেকে ঐতিহ্যশালী চা দোকানগুলিতে সংবর্ধনা দেওয়া হয়। শিলিগুড়ির বিভিন্ন পুরনো চা দোকানগুলিতে এদিন সকালে শিলিগুড়ি চা ট্রেডার্স এর সদস্যরা গিয়ে সংবর্ধনা প্রদান করেন।
তবে একটা বিষয় বলতেই হয়, চা শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে চা বাগান গুলি থেকে চা পাতা তোলার কাজ করেন। চা এর স্বাদ পাই আমরা একমাত্র এই চা শ্রমিকদের জন্য, তারা দিনরাত পরিশ্রম করে চা বাগান থেকে চা পাতা তোলার কাজ করে যান। পাহাড়ের গা বেয়ে বের হয়েছে প্রচুর চা বাগান, মাইলের পর মাইল হেঁটে চা শ্রমিকরা চা বাগানে চা পাতা তুলতে আসেন। এছাড়া সমতলেও রয়েছে প্রচুর চা বাগান। তবে চা শ্রমিকরা কি ভালো রয়েছেন এ প্রশ্ন কিন্তু রয়ে যায়? তারা যে পরিমাণ অর্থ উপার্জন করেন সে অর্থ দিয়ে তাদের সংসার কিন্তু ঠিকমতো চলে না। অভাব তাদের নিত্য সঙ্গী, তারপরও তারা সব রকম প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের কাজ আবিরাম করে চলেছেন।