December 3, 2024 10:39 pm
Search

আপনিও হতে পারেন স্বেচ্ছাসেবী সাংবাদিক পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, সুস্থ সাংস্কৃতিক খবর, ছবি, ভিডিও পাঠাতে পারেন- 9594219495
तुम्ही स्वयंसेवक पत्रकार देखील होऊ शकता
जगाच्या कोणत्याही भागातून, आपण निरोगी सांस्कृतिक बातम्या, चित्रे, व्हिडिओ पाठवू शकता – 9594219495

ভারতীয় বাংলা কাগজ

आप एक स्वयंसेवी पत्रकार भी हो सकते हैं
दुनिया के किसी भी हिस्से से आप स्वस्थ सांस्कृतिक समाचार, चित्र, वीडियो भेज सकते हैं – 9594219495
You can also be a volunteer journalist
From any part of the world, you can send healthy cultural news, pictures, videos – 9594219495

December 3, 2024 10:39 pm

Search
Close this search box.

পৌঢ়ার চিকিৎসার জরুরি প্রয়োজনে রাতেই রক্ত দিলেন তরুণ চিকিৎসক ডাঃ শঙ্খদীপ মিত্র…. নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.

….রাতেই রক্ত দিতে এগিয়ে এলেন তরুণ চিকিৎসক ডঃ শঙ্খদীপ মিত্র। মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন খড়্গপুর মহকুমার মকরামপুর এলাকার বাসিন্দা পৌঢ়া কামিনী সিং। তাঁর পায়ে অপারেশন করতে হবে। কিন্তু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় কমপক্ষে দু-তিন ইউনিট এবি পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল। রক্তের এই গ্রীষ্মকালীন সংকটে অনেক চেষ্টা করে সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়ার সহযোগিতায় শনিবার মেদিনীপুর ব্লাড ব্যাংক থেকে এক ইউনিট রক্ত পেয়েছিলেন। রবিবার হন্যে হয়ে সারাদিন খুঁজেও রক্ত যোগাড় করতে পারেননি রোগীর বাড়ির লোক। সোমবার তাঁরা পুনরায় যোগাযোগ করেন মেদিনীপুর কুইজ কেন্দ্রের সদস্য, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া’র সাথে। সুদীপবাবু সারাদিন বিভিন্ন ভাবে যোগাযোগ করে রক্তদাতা যোগাড়ের চেষ্টা করেন। শেষমেষ সোমবার রাতে সুদীপবাবুর যোগাযোগ হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ণ তরুণ চিকিৎসক ডাঃ শঙ্খদীপ মিত্রের সাথে। শঙ্খদীপ বাবু সুদীপবাবুকে জানান তাঁর রাতের ডিটটি শেষ হলেই তিনি রক্ত দেবেন।সেইমতো সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বন্ধু ইন্টার্ণ ডাঃ অপূর্ব সেনকে সাথে নিয়ে মেদিনীপুর ব্লাড সেন্টারে পৌঁছান শঙ্খদীপ মিত্র। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজকর্মী দীপঙ্কর মাইতি ও সমাজকর্মী গোপাল দাস। ব্লাড সেন্টারের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় রাত এগারোটার মধ্যে রক্তদান সম্পন্ন হয়। উপস্থিত সকলকে শঙ্খদীপ বাবুকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। শঙ্খদীপ বাবু বলেন, মানবতার টানে তিনি ছুটে এসেছেন।তিনি এও জানান এটা তাঁর সপ্তম রক্তদান।

Bangla Kagaj
Author: Bangla Kagaj

Spread the love
WhatsApp
Facebook
Twitter
LinkedIn