২০২৪ আইপিএলের পয়েন্ট টেবিলে এক নম্বর অবস্থান করছিল কলকাতা নাইট রাইডার্স। মোট কুড়ি পয়েন্ট নটি জয়, অনায়াসে প্লে অফ এ পৌঁছে যায় কেকেআর। লীগ টেবিল এর দ্বিতীয় জায়গায় অবস্থান সানরাইজ হায়দ্রাবাদের। তারা ১৭ পয়েন্ট নিয়ে প্লে অফে পৌঁছায়। আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ ও কেকেআর। আর কেকেআর অনায়াসে হায়দ্রাবাদ কে হারিয়ে ফাইনালে যাওয়ার ছাড়পত্র আদায় করে নিল।
সানরাইজ হায়দ্রাবাদ এদিন বেশি রান তুলতে পারিনি প্রথমে ব্যাট করতে নেমে। কে কেআরকে ১৬০ রানের টার্গেট দিয়েছিল তারা। অনায়াসেই ১৩.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর মাত্র ২ উইকেট হারিয়ে। অসাধারণ ইনিংস খেলেন কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। ব্যক্তিগত আটান্ন রানে অপরাজিতা থাকেন তিনি। অপরদিকে বেঙ্কটেশ অপরাজিত থাকেন ৫১ রানে। খেলার ৩৮ বল বাকি থাকতেই অনায়াসে ম্যাচটি জিতে নেয় কেকেআর। ৮ উইকেটে তারা হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে যাবার ছাড়পত্র আদায় করে নেয়।