,রায়গঞ্জ:পুকুর খননের কয়েকদিন পর মাটির তলা থেকে উঠে এল কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি। মূর্তি উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটিনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থানার ভারত বাংলাদেশ সীমান্তের কোচাঁবাড়ি গ্রামে । খবর পেয়ে পুলিশ এবং বিএসএফের জওয়ানরা ঘটনাস্থলে পৌছেছে। মূর্ত্তিটিকে গ্রামে রেখে পূজা করার দাবিতে অনড় গ্রামবাসিরা।
সূত্রের খবর, করণদিঘী থানার অন্তর্গত রসাখোয়া ২ নং গ্রাম পঞ্চায়েতের কোচাবাড়ি গ্রামে ভারতী ঘোষ নামে এক স্থানীয় বাসিন্দার জমিতে জেসিবি দিয়ে মাটি পুকুর কাটার কাজ চলছিল। বুধবার সকালে ভারতীদেবীর পরিবারের লোকেরা প্রাতঃকর্ম করতে যাবার সময় আচমকাই কষ্টিপাথরের মূর্তিটি মাটির উপর দাড়িয়ে থাকতে দেখতে পান। ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তারা মূর্ত্তিটিকে পুকুর থেকে উপরে তুলে আনেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আশেপাশে থেকে বহু মানুষ মূর্তিটি দেখতে সেখানে ভিড় জমান। গ্রামবাসিরা মূর্তিটিকে রেখে পূজা দিতে শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় করণদিঘী থানার পুলিশ এবং বিএসএফ ।
পুলিশ উদ্ধার হওয়া মূর্তিটি তুলে আনতে গেলে গ্রামবাসিরা পুলিশকে বাধা দেন। গ্রামবাসিদের দাবি মন্দির বানিয়ে তারা মূর্ত্তিটিকে পূজা আর্চনা করবেন। পুলিশের কাছে গ্রামবাসিরা লিখিতভাবে এই দাবি জানিয়েছেন। পুলিশ গ্রামবাসিদের দাবি মানতে রাজী হন নি। গ্রামবাসিদের বোঝানের চেষ্টা চালাচ্ছে পুলিশ।