শুরুতেই অসাধারণ পারফরমেন্স রোহিত এন্ড কোম্পানির। আয়ারল্যান্ডকে চীন মিউজিক শুনিয়ে দিল ভারত। নিউইয়র্কে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভারতীয় বোলাররা আইরিস ব্যাটসম্যানদের চীন মিউজিক শুনিয়ে দিলেন। মাত্র ৯৬ রানের মধ্যে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। এরপর ব্যাট করতে নেমে খুব সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত এন্ড কোম্পানি। ১২ দশমিক দুই ওভারে ভারত নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করে ফেলে। ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত। পন্থ এদিন ২৬ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। তবে রান পাননি বিরাট। রোহিত শর্মা এটি অসাধারণ অর্ধ শতরণ করেন। ভারতের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে, হাই ভোল্টেজ ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব।