November 21, 2024 4:39 pm
Search

আপনিও হতে পারেন স্বেচ্ছাসেবী সাংবাদিক পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, সুস্থ সাংস্কৃতিক খবর, ছবি, ভিডিও পাঠাতে পারেন- 9594219495
तुम्ही स्वयंसेवक पत्रकार देखील होऊ शकता
जगाच्या कोणत्याही भागातून, आपण निरोगी सांस्कृतिक बातम्या, चित्रे, व्हिडिओ पाठवू शकता – 9594219495

ভারতীয় বাংলা কাগজ

आप एक स्वयंसेवी पत्रकार भी हो सकते हैं
दुनिया के किसी भी हिस्से से आप स्वस्थ सांस्कृतिक समाचार, चित्र, वीडियो भेज सकते हैं – 9594219495
You can also be a volunteer journalist
From any part of the world, you can send healthy cultural news, pictures, videos – 9594219495

November 21, 2024 4:39 pm

Search
Close this search box.

ম্যাক্সওয়েলের লড়াই ব্যর্থ, আফগানদের কাছে পরাজিত ক্যাঙ্গারুরা

সজল দাশগুপ্ত,

রবিবার ভারতীয় সময় সকালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। বীর আফগান যোদ্ধারা ক্যাঙ্গারুদের ২১ রানে হারিয়ে দেয়। আফগানিস্তান এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ১৪৮ রানের টার্গেট দেয়। লক্ষ্যমাত্রা খুব একটা বেশি নয়, তাও শুরু থেকেই হোঁচট খেতে শুরু করে ক্যাঙ্গারু বাহিনী। মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় তারা। অসাধারণ বোলিং পারফর্মেন্স আফগানদের। গুলবাদিন নায়েব এদিন কুড়ি রানে চারটি উইকেট নেন। তিনটি উইকেট দখল করেন নবীন উল হক। একা কুম্ভ হয়ে কি সুন্দর বলল কিন্তু করা যাবে না যথাসাধ্য লড়াই করেন গ্লেন ম্যাক্সওয়েল। যেখানে অন্যান্য অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কূল কিনারা পাচ্ছিলেন না। সেই পরিস্থিতিতে বুক চিতিয়ে লড়াই করেন ম্যাক্সওয়েল। ৫৯ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি, ম্যাচটি অস্ট্রেলিয়া হেরে যায়। একদিনের বিশ্বকাপে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ানদের। সেখানে অস্ট্রেলিয়াকে উদ্ধার করেছিলেন এই ম্যাক্সওয়েল। একার হাতে বৈতরণী পার করে দিয়েছিলেন। তবে এক্ষেত্রে সেটি আর হলো না। ম্যাচটি হেরে যাবার ফলে অস্ট্রেলিয়ানদের সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন হয়ে দাঁড়ালো। সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে ক্যাঙ্গারও বাহিনী, মরণ বাঁচন সেই ম্যাচে জিততেই হবে তাদের। অপরদিকে বাংলাদেশকেও হারাতে হবে আফগানিস্তানকে সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়ানদের সেমিফাইনালে যাওয়া সম্ভব হবে। অপরদিকে টিম ইন্ডিয়া যথেষ্ট সুবিধা জনক অবস্থায়, আফগানিস্তান অস্ট্রেলিয়া কে হারালেও এক্ষেত্রে কোন প্রভাব পড়বে না ভারতের। কারণ ভারতের রান রেট অনেকটাই এগিয়ে।

Bangla Kagaj
Author: Bangla Kagaj

Spread the love
WhatsApp
Facebook
Twitter
LinkedIn