ব্যাপক বৃষ্টিপাত, উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। লাগাতার বৃষ্টিপাতের কারণে আবারো ধসের কবলে দার্জিলিং এর লিকোভিড সংলগ্ন বেশ কিছু এলাকা। ধস নামার জন্য, বন্ধ হয়ে গেল ১০ নম্বর জাতীয় সড়ক। এই সড়ক পথে শিলিগুড়ি থেকে যাওয়া যায় সিকিম কালিম্পং। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে, শিলিগুড়ি থেকে সিকিম কালিম্পং যাওয়ার রাস্তা প্রায় বিচ্ছিন্ন। প্রসঙ্গত কিছুদিন আগে সিকিমে ব্যাপক বৃষ্টিপাতের জন্য পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছিল, সেই পরিস্থিতি সম্পূর্ণভাবে কাটিয়ে ওঠার পূর্বে, আবারো পাহাড়ে ব্যাপক বৃষ্টিপাত। একনাগাড়ে বৃষ্টিপাত হওয়ার কারণে দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেছে । সেই কারণে যানবাহন চলাচল বিঘ্নিত। সিকিম কিংবা কালিম্পং যেতে হলে, ঘুর পথে যেতে হচ্ছে। আতঙ্কিত হয়ে পড়েছেন পর্যটকরা, ব্যাপক বৃষ্টিপাতের কারণে আবারো তিস্তায় জল বেড়েছে।
ব্যাপক বৃষ্টিপাত, সিকিম কালিম্পং যাতায়াত বিঘ্নিত , সিকিম
WhatsApp
Facebook
Twitter
LinkedIn