পাহাড়ে লাগাতার বৃষ্টি চলছে, কখনো মুষলধারে বৃষ্টি কখনো আবার ঝিরঝিরে বৃষ্টি। পর্যটকদের মুখ ছিল ভার কারণ তারা ঘুমন্ত বুদ্ধ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘাকে চাক্ষুষ করতে পারছিলেন না। তবে সমস্ত কিছু বেড়াজাল কাটিয়ে এদিন সোমবার সপ্তাহের প্রথম দিনে দেখা মিলেছে ঘুমন্ত বুদ্ধের। এদিন সকাল থেকেই ছিল আকাশ স্বচ্ছ পরিষ্কার, সেই কারণেই দেখতে পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘাকে। পর্যটকদের মধ্যে খুশির আমেজ, কারণ অনেকেই দূর-দূরান্ত থেকে পাহাড়ে এসে দর্শন পাচ্ছিলেন না কাঞ্চনজঙ্ঘার। অবশেষে দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। এদিন আকাশ পরিষ্কার থাকায় কাঞ্চনজঙ্ঘাটে দেখতে পাওয়া গেছে। কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পেয়ে পর্যটকদের মধ্যে খুশির আমেজ। উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই ভয়ঙ্কর বর্ষায় বিধ্বস্ত ছিল পাহাড়ের পরিবেশ, লাগাতার বৃষ্টিপাতের কারনে রাস্তাঘাটের চূড়ান্ত খারাপ পরিস্থিতি। অনেক কষ্ট করে পাহাড়ে গিয়েও বেশিরভাগ সময় হোটেল বন্দী থাকতে হয়েছে পর্যটকদের বৃষ্টিপাতের কারণে। কিন্তু আজ ছিল একদম অন্যরকম আবহাওয়া সকাল থেকেই রোদের দেখা মিলেছে, আর পাশাপাশি দর্শন পাওয়া গেছে কাঞ্চনজঙ্ঘার।
