|| শ্রীনগর থেকে টিভি বাংলার বাংলাদেশ সংবাদদাতা অধ্যক্ষ খান আখতার হোসেন ||
গ্লোবাল হিউম্যান রাইটস ট্রাস্ট (GHRT) ইন্ডিয়া ২১ জুলাই ভারত ভুস্বর্গ কাশ্মীর রাজ্যের শ্রীনগরের টেগোর হলে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুর্শিদাবাদের তিন কৃতি সন্তানকে প্রদান করা হল মানবাধিকার নোবেল পুরস্কার। পুরস্কার পেলেন নুর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম, কবি ও সাংবাদিক শাহাজাদ হোসেন, এবং সোশ্যাল মিডিয়া সাংবাদিক আবুল কাশেম কাশ্মীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য গোলাম আলী খাটানা এবং জম্মু ও কাশ্মীরের ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন ড. দারাকশানা আন্দ্রাবি এবং জিএইচআরটি ভারতের চেয়ারম্যান ডঃ এইচ আর রহমান।
এই পুরস্কারের মূল উদ্দেশ্য ছিল ভারতে সাহিত্য সংস্কৃতি প্রচার এবং বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতায় উৎসাহিত করা। অনুষ্ঠানে বিভিন্ন পেশায় বিশেষ অবদানের জন্য মোট ৭০ জনকে মানবাধিকার নোবেল পুরস্কার প্রদান করা হয়। ভারতের গাঙচিলের সদস্য নূর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রশংসিত হয়েছেন। তাঁর নেতৃত্বে, মাদ্রাসার শিক্ষার মান উন্নত পাশাপাশি সমাজ সংশোধিত হয়েছে।
শাহাজাদ হোসেন তাঁর সাহসিকতা ও পেশাদারিত্বের বিশেষ দায়বদ্ধতার জন্য সম্মানিত হয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে আশার প্রদীপ হিসেবে কাজ করেছে।
আবুল কাশেম সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়েছেন।
আবুল কাশেম কাশ্মীর কাশ্মীরে গিয়ে এই সংবর্ধনা পেয়ে গর্বিত বোধ করছে
জিএইচআরটি ভারতের চেয়ারম্যান ডঃ আর এইচ রাহমান জানান, “ভারত বর্ষে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় যাঁরা কাজ করে চলেছেন তাঁদের সম্মান জানানোর জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজরিত মানবাধিকার নোবেল পুরস্কার প্রদান করতে পোরে আমরা গর্বিত। আগামী ডিসেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে চলেছে জিএইচআর ভারত। “