
শিলিগুড়ি
আজ সারা ভারত কৃষক সভার দার্জিলিং জেলা শাখার তরফ থেকে বেশ কিছু শিলিগুড়ি মহকুমা পরিষদে অভিযান চালানো হয়।
প্রসঙ্গত সূত্রে খবর
বিক্ষোভকারীরা মিছিল করবার মাধ্যমে যখন মহকুমা পরিষদের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন পুলিশ তাদের আটকে দেয়। কিন্তু তারপরেও তারা এক প্রকার জোর করে ভেতরে প্রবেশ করেন। কৃষক সভার জেলা সভাপতি ঝারেন রায় বলেন, “সারা শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় পঞ্চায়েত ব্যবস্থা ভেঙে পড়েছে। সেচখাল থেকে শুরু করে কৃষিজমি, ১০০ দিনের কাজ থেকে শুরু করে কৃষকদের অধিকার—সবক্ষেত্রে দুর্নীতি চলছে। অথচ মহকুমা পরিষদের সভাপতি নিরব রয়েছেন।” এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বেশ কিছুক্ষণ উত্তেজনা পূর্ণ পরিস্থিতি থাকলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।।















